শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে প্রতিষ্ঠিত ইসলামী গবেষণামূলক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে। মাদরাসাটির ইবতেদায়ী থেকে তাখাসসুস পর্যন্ত সব বিভাগেই চলছে এ ভর্তি কার্যক্রম।

ভর্তি ইচ্ছুক সকল তালিবুল ইলমদেরকে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুুজুর রহমান।

ভর্তি হওয়া যাবে যেসব বিভাগে:-
১. উলূমুল হাদীস
২. ইফতা
৩. তাকমীল
৪. ফযীলত
৪. জালালাইন
৫. শরহে বেকায়া
৬. কাফিয়া
৭. হেদায়াতুন্নাহু
৮। নাহবেমীর
৯। মিযান
১০। তাইসীর
১১। খুসুসী
১২। নুরানী/মক্তব বিভাগ
১৩। হিফজুল কুরআন বিভাগ
১৪। নাযেরা বিভাগ

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি দেশ বরেণ্য মুহাক্কিক আলেমগণের তত্ত্ববধানে পরিচালিত। এর সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন শাইখুল হাদীস আল্লামা আব্দুল গফ্ফার সাহেব। তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠিনটি তা’লীম ও তরবীয়তের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

মাদরাসার ঠিকানা- বাসা# ০২, রোড# ০১, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা-১২৩০।
যাতায়ত- আব্দুল্লাহ পুর থেকে সুইচ গেইট নেমে অথবা উত্তরা হাউস বিল্ডিং থেকে রিকশায় উপরেউল্লেখিত ঠিকানায়।
যোগাযাগ- ০১৬৭০-৭৪৮০৪৬, ০১৯৩৬০৭৪৪৮১

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ