বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


রমজানে গওহরডাঙ্গা মাদরাসায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজান মাসে জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়ে।

কোর্সের ভর্তি শুরু হবে (১ এপ্রিল) ২৮ শাবান শুক্রবার থেকে। সবক শুরু হবে ১ রমজান থেকে।

কোর্স সম্পর্কে মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মোহাম্মদ তাসনীম বলেছেন, আমরা শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে প্রতিবছর এধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে বেশ সহযোগী হয়। তিনি আগ্রহী সকল শিক্ষার্থীদের যথা সময় ভর্তি হওয়ার আহ্বান জানান।

কোর্সের  বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

কোর্স সমূহ:

ক. হিফয শিক্ষক প্রশিক্ষণ।
খ. আরবি ভষা প্রশিক্ষণ
গ. আরবী (খত্তে রূকাআ) ও বাংলা হাতের লেখা প্রশিক্ষণ
ঘ. নূরাাণী ক্বেরাত মুআল্লীম প্রশিক্ষণ

হিফয শিক্ষক প্রশিক্ষণ করাবেন

১. উস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারী শায়েখ আব্দুল হক সাহেব।
চেয়ারম্যান, হুফফকজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ
২. হাফেজ মাওলানা ক্বারী সাঈদুর রহমান সাহেব।
সিনিয়র প্রশিক্ষক, হুফফাজুল কুরআন বাংলাদেশ।
৩. হাফেজ ক্বারী হারিসুল ইসলাম সাহেব।
সিনিয়র প্রশিক্ষক, হুফফাজুল কুরআন বাংলাদেশ।
৪. হাফেজ মাওলানা ক্বারী হামিদুল্লাহ সাহেব।
সিনিয়র প্রশিক্ষক, হুফফাজুল কুরআন বাংলাদেশ।

কোর্সের সময় ১ রমজান - ১৫ রমজান (১৫ দিন)

প্রশিক্ষণ ফিঃ ২০০০/- টাকা (খাওয়া মাদরাসার পক্ষ থেকে)

যোগাযোগঃ হাফেজ গাউসুল ইসলাম

মোবাইলঃ ০১৭১২ ৯৯ ৫৪ ৮৩

আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স
প্রশিক্ষণ দেবেন:

১. শায়েখ শফিকুল ইসলাম আল- ইমদাদী।
প্রতিষ্ঠাতা পরিচালক, জামিআতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা।

২. মুফতি আব্দুল্লাহ মোস্তফা।
পরিচালক, এরাবিক মডেল মাদরাসা, উত্তরা, ঢাকা।

৩. মুফতি আব্দুল আওয়াল সিরাজী।
শিক্ষক, আদব বিভাগ, জামিআতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা।

৪. মুফতি রুহুল আমিন।
শিক্ষক, জামিআতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা।

কোর্সের সময় ১ রমজান - ২০ রমজান (২০ দিন)

প্রশিক্ষণ ফিঃ ২০০০/- টাকা (খাওয়া মাদরাসার পক্ষ থেকে)

যোগাযোগঃ মুফতি মাহবুবুর রহমান

মোবাইলঃ ০১৯৫৮ ৪৩ ৬৬ ১৫

হাতের লেখা প্রশিক্ষণ

আরবি খত্তে রূকআ প্রশিক্ষণ

বাংলা হাতের লেখা

কোর্সের সময় ১ রমজান - ৭ রমজান (৭ দিন)

প্রশিক্ষণ ফিঃ ৫০০/- টাকা (খাওয়া মাদরাসার পক্ষ থেকে)

যোগাযোগঃ মুফতি মাহবুবুর রহমান

মোবাইলঃ ০১৯৫৮ ৪৩ ৬৬ ১৫

নূরাণী কেরাত প্রশিক্ষণ

দা'ওয়াতুল কুরআন পদ্ধতিতে গওহরডাঙ্গা বোর্ডের ক্বেরাত বিভাগের সিলেবাস প্রশিক্ষণ।

প্রশিক্ষণ দেবেন:
দা'ওয়াতুর কুরআন বাংলাদেশের প্রধান প্রশিক্ষক মাওলানা ক্বারী মুনিরুল ইসলাম সাহেব।

কোর্সের সময় ১ রমজান - ২৫ রমজান (২৫ দিন)

প্রশিক্ষণ ফিঃ ২০০০/- টাকা (খাওয়া মাদরাসার পক্ষ থেকে)

যোগাযোগঃ মাওলানা ক্বারী নজরুল ইসলাম

মোবাইল: ০১৭২৫ ২০ ৭২ ৩৬, ০১৮৭৬ ৩১ ৯৯ ৬২

সার্বিক তত্ত্বাবধানে, মুফতি উসামা আমিন।

প্রয়োজননে মাওলানা আব্দুচ্ছালাম সাহেব (বাঁশবাড়িয়ার বড় হুজুর)
মোবাইলঃ ০১৭১৫ ০৯ ১৫ ১৯

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ