fbpx
           
       
           
       
করোনা সংক্রমণ বাড়তে থাকায় নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
জানুয়ারি ১১, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: নেপালে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমবার সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

এ খবর নিশ্চিত করে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে।

এদিকে, নেপালে রবিবার নতুন কোভিড শনাক্ত হয়েছে ৮৪১ জন। গতবছর সেপ্টেম্বরের পর একদিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। আর মারা গেছে ১১,৬০৪ জন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে স্কুল বন্ধ রেখে লাগাতার সংক্রমণের রাশ আপাতত টেনে ধরা যাবে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

-কেএল