বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


হজরত আবু জাফর মুহাম্মাদ বিন বাকের রাহিমাহুল্লাহু তাআলার কিছু উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: তাঁর উপাধি ছিলো বাকের৷ তিনি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের নাতি হজর হুসাইন রাজিয়াল্লাহু তায়ালা আনহুর ছেলের দিকের নাতি ছিলেন৷ অনেক বড় আলেম ও আমলদার ইসলামের রাহবর ছিলেন৷

তাঁর কিছু উপদেশ নিচে তুলে ধরা হলো, আকাশের বিজলী মুমিন মুমিন নয় সকলের উপরই পড়তে পারে৷ কিন্তু জিকিরকারীর উপর কখনো পড়বে না৷

কারো অন্তরে যখন অহংকার ও আত্মগৌরব চলে আসে, তখন সেই পরিমান বা তার চেয়ে বেশি পরিমান ওই লোকের মেধা কমে যায়৷

তিনি বলতেন, পেট ও লজ্জাস্থান সংরক্ষণ করার চেয়ে বড় কোন ইবাদত নেই৷ তিনি যখন হাসতেন, তখন বলতেন, আয় আল্লাহ তায়ালা! আপনি আমার উপর নারাজ হয়ে যায়েন না৷

তিনি বলতেন, পৃথিবীর মধ্যে ভাইয়ের উপর ইহসান করা থেকে বেশি উপকারী কোন বস্তু নেই৷ তিনি ভাইদের সাথে বসতে কখনো বিরক্তবোধ করতেন না৷

তিনি বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাই হলো ওই ব্যক্তি, যে তোমাদের সচ্ছলতার সময় সঙ্গ দেয় আর তোমাদের অভাব-অনটনের সময় তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়৷

তিনি বলতেন, যদি তোমরা তোমাদের প্রতি মহব্বত অন্য ভাইদের অন্তরে দেখতে চাও, তাহলে আগে তোমার অন্তরে তাদের মহব্বতকে স্থান দিয়ে নাও৷ নিজের অন্তরে দেখো তাদের প্রতি তোমার কী পরিমান মহব্বত আছে৷ তাদের প্রতি তোমার অন্তরে যে পরিমান মহব্বত আছে, তাদের অন্তরেও তোমাদের প্রতি সেই পরিমান মহব্বতই থাকবে৷

সূত্র: আকওয়ালে সালফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ