fbpx
           
       
           
       
মারকাযুল মাআরিফ আল ইসলামিয়ায় খতমে নবুওয়াত বিষয়ক মুহাজারা
নভেম্বর ২৬, ২০২১ ১২:৩৮ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও মারকাজুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ক মুহাযারা মজলিস-এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব এই মুহাযারা অনুষ্ঠিত হবে।

এতে মুহাযারা পেশ করবেন  দায়ি আলেম আল্লামা সাজিদুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম উম্মাহর চিরন্তন আকীদা খতমে নবুওয়াত। মুসলমান হিসেবে এ আকীদা মনে প্রাণে লালন করা যেমন জরুরি তেমনি এ আকীদার বিশদ বিবরণ জানা এবং এর প্রচার-প্রসার একজন আলেমের অবশ্য কর্তব্য। ঈমান সংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়টির গু রুত্ব সহজেই অনুমেয়। ̧ এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর লক্ষে অনেকেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উত্তরোত্তর
তাদের প্রচেষ্টার মাত্রা বেড়েই চলছে।

এ বিষয়ে সঠিক মূল্যবোধ জাগ্রত করতে ও আকিদায়ে খতমে নবুওয়াতের খেদমত হিসাবে “মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া” এক মুহাজারা মজলিসের আয়োজনের করেছে।

এনটি