মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ছোট আপার বিচ্ছেদে যে কবিতাগুলো লিখেছিলাম: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫২ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: ছোট আপার বিচ্ছেদ বিরহ এবং আমার বুকফাটা আবেগকে আমি কাব্যাকারে এভাবে প্রকাশ করে লিখেছিলাম-

ছোট আপা! শিরোনাম তুমি আমার এ কবিতার,
এ আসরের শোভা তুমি , তুমিই এর অলঙ্কার।
চোখের শীতলতা তুমি আমাদের আদর্শ পিতার,
প্রতিভাত মুখের উদ্ভাস তুমি মহীয়সী মাতার।

বোনদের হৃদয়ানন্দ তুমি প্রাণের কুচকাওয়াজ,
ভাইদের বেদনার প্রতিকার তুমি সকল আসরের সাজ।

আদর-স্নেহের ভুবনে তুমি সদা সুবাসিত ফুল, পুষ্পোদ্যান তুমি, তুমি কুসুমকেয়ারী মনোরোম।

জনসমাবেশ, কোলাহল যেথা বহু বিচিত্র মানুষের,
সেখানেও তুমি অনন্যা, নিরূপমা তুমি প্রিয় বোন আমার।

বিরাগি-প্রীতি, আলো -আঁধারীতে,
দীপিকা, দীপ্ত প্রদীপ তুমি,
যতদূর যায় দৃষ্টি আমার, দেখি যতো প্রকৃতি,
শোভা তুমি সেথা, স্রষ্টার নিসর্গ তুমি।

তোমার সংস্পর্শ খুলে দেয় কতশত আশার দুয়ার,
যেন নতুন ঈদের চাঁদ তুমি আমার ভালোবাসার।

দিয়েছো পাঠদান আমাকে তুমি, কত ঘুমপাড়ানি গানের তানে-
প্রিয় বোন আমার, বন্ধু আমার , মমতাময়ী মাতৃসম ওহে....

চলবে ইনশাআল্লাহ...


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ