শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সুদানের সেনাবাহিনী ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিপীড়ন জোরালো করেছে নিরাপত্তা বাহিনী। দেশটিতে সংগঠিত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে নিন্দা অব্যাহত থাকলেও এসব পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী।

গতকাল বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘোষণা প্রচার করা হয়। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, চীন, কাতার, ফ্রান্সে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভা মিশনের প্রধানকেও বরখাস্ত করেছে সুদানের সেনাবাহিনী। এসব রাষ্ট্রদূত সামরিক অভ্যুত্থানের নিন্দা জানান।

এদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ায় বন্ধ রয়েছে বহু দোকানপাট। অবরোধ করা হয়েছে বিভিন্ন সড়ক। রাজধানী খার্তুমের পূর্বাঞ্চলীয় জেলা বুরিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানীর উত্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাকের অনুগত তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন পাড়া এবং সড়ক অবরোধ করে রেখেছে সামরিক যান এবং বন্দুকধারী পুরুষেরা। রাজপথের সব নিরাপত্তা এখন বশির যুগের বাহিনীর মতো দেখাচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ