বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


গরিব মানুষদের মুহাব্বত করা নবীদের চরিত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ মাহমুদুল হাসান
ব্রিটেনের বাংলাদেশি ইসলামিক স্কলার>

ইয়াহইয়া ইবনে মুআজ (রহ.) বলেন, গরিব মানুষদের মুহাব্বত করুন; এটা নবীদের চরিত্র। ওঠাবসার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া নেককারদের নিদর্শন। আর গরীব-দুঃখীদের দেখলে, পালিয়ে যাওয়া— মুনাফিকদের আলামত। ফয়দ্বুল কাদির লিল-মুনাভি : ০১/১০৯

আবু হুরাইরা (রা.) আল্লাহর রাসুল ﷺ থেকে বর্ণনা করেছেন, 'সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো- যে দোয়া করতে অক্ষম। আর সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো- যে সালাম দিতে কৃপণতা করে। (তাবারানি : ২/৪২; মাজমাউয যাওয়াইদ : ১০/১৪৬-১৪৭; সিলসিলাতুল আহাদিসিস সাহিহাহ: ২/১৫০, ৬০১; সহিহুল জামিয়িস সাগির : ১/২৩৮)

ইমাম কুরতুবি (রহ.) বলেন, যখন কোনো অহংকারীকে দেখবে— তখন জেনে নেবে যে, সে খুবই স্বল্প পরিমাণ নামাজ পড়ে অথবা হয়ত একদম পড়ে না। কারণ, বিপুল-বেশি সিজদার সঙ্গে অহংকার কখনো একত্রিত হতে পারে না। আল-জামি লিআহকামিল কুরআন : ০১/৬৯।

আল্লাহ তায়ালা বলেন, আমি তো কাছেই আছি, কেউ যখন আমাকে ডাকে— তখন আমি তার ডাকে সাড়া দিই। (সুরা বাকারা, আয়াত : ১৮৬)

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ