বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ১ মাসের দায়িত্ব নিলেন জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে যদি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসেন তাহলে অন্য জায়গায় এমন ঘটনা ঘটবে না। ১৫ আগস্ট উনি (প্রধানমন্ত্রী) যে রকম কান্না করেছেন, আমার মনে হয় এ দুঃখ দেখে উনি সমপরিমান কান্না করবেন।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী, এতোদিন আপনার সিনিয়র মন্ত্রীরা যারা শুধু বক্তৃতা দিয়েছে কিন্তু এখানে আসেনি তাদের শাস্তি দেন। তাদেরকে বিদায় করেন। আর আপনি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এদের বাড়িতে এসে ঘুরে যান।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক মাসের খাবার বিতরণের ঘোষণা দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখানে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করা হবে। যারা অসুস্থ তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। আমাদের হাসপাতালে সব ধরনের সুবিধা রয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এই হামলা ঘটনা দুঃখজনক। আমি শুধু সরকারকে বলছি না। সরকারি দল, বিরোধী দল আপনারা সবাই যদি কুমিল্লার ঘটনার পর সেদিন সেখানে যেতেন তবে আজকে এই ঘটনাগুলো ঘটতো না, সাহস পেত না। এর দায় সবাইকে নিতে হবে। দোষারোপ করে কোনো লাভ হবে না। সবাইকে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে হবে।

পরে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ২৫০ পরিবারের মধ্যে অন্তত এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য সহয়তা কেন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ