শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কাবুলের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তান এয়াররলাইসন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিমানটির একজন মুখপাত্র বলেন, কাবুলের সঙ্গে আমরা বিমান চলাচল বন্ধ করে দিয়েছি। আমরা আজ থেকে কাবুলের উদ্দেশ্যে সব ফ্লাইট বন্ধ করেছি।

আগে থেকেই পাকিস্তান এয়ারলাইনস এবং আফগান ক্যারিয়ার কাম এয়ারকে সতর্ক করেছিল তালেবান। বলা হয়েছিল তারা যদি টিকিটের দাম না কমায় তাহলে তাদের ফ্লাট বন্ধ করে দেওয়া হবে। কারণ এতে টিকেট অনেক ব্যয় বহুল হয়ে যায় বলেও জানায় তালেবান।

কাবুলে সঙ্গে শুধু পাকিস্তান এয়ারলাইনসই ফ্লাইট পরিচালনা করছে। তারা কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বর্তমানে টিকিটের মূল্য নির্ধারণ করছে আড়াই হাজার ডলার যা আগে ছিল ১২০-১৫০ ডলার।

আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়, তালেবান ক্ষমতা গ্রহণের আগে যে দামে টিকিট বিক্রি হতো এখনো সে দামে বিক্রি করতে হবে। তা নাহলে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরবর্তীতে পাকিস্তান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট চালু করে কাবুলে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ