বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।

সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের টুইটারে এ তথ্য দেওয়া হয়।

ফেসবুকে ঢুকলে সেখানে, 'দুঃখিত, কিছু সমস্যা দেখা দিয়েছে, আমরা এ বিষয়ে কাজ করছি, আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করতে পারব'-এমন একটি বার্তা দেখাচ্ছে।

এ তিনটি অ্যাপ ফেসবুকের মালিকানাধীন। তাদের আওতায় থাকা ফেসবুক ওয়ার্কপ্লেসও কাজ করছে না। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে নতুন কোনো পোস্ট বা মেসেজ প্রদর্শন করছে না।

ডাউনডিটেক্টর জানায়, হোয়াটঅ্যাপস কাজ করছে না বিশ্বের বেশিরভাগ জায়গায়। ব্যবহারকারীরা নতুন কোনো মেসেজ পাঠাতে পারছেন না অথবা তাদের কাছে নতুন কোনো মেসেজ আসছে না। একই ঘটনা ঘটছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। এর ব্যবহারকারীরা লগইন করতে পারছেন না, নিউজ ফিড রিফ্রেশ করতে পারছেন না অথবা সরাসরি মেসেজ পাঠাতে পারছেন না বলে জানান।

এ বিষয়ে এখনো ফেসবুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ