শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জোট ছাড়লো খেলাফত মজলিস: সত্যি হলো গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

অবশেষে সত্যি হলো গুঞ্জন। বিএনপি জোট ছাড়লো খেলাফত মজলিস। আজ কেন্দ্রীয় শুরার বৈঠকের মাধ্যমে দলটি এ সিদ্ধান্ত নেয়।

জানা যায়, আজ বিকেল ৪:৩০ মিনিটে পল্টন কালভার্ট রোডস্থ সীগাল রেস্টুরেন্টে কেন্দ্রীয় শুরার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানোয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, খেলাফত মজলিস কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে রাজনীতি করার সিদ্ধান্ত প্রত্যাক্ষাণ করছে।

এর আগে, ২০১৯ সালে দলের মজলিসে শুরার বৈঠকেই বিএনপি জোট থেকে বেরিয়ে আসার মৌলিক সিদ্ধান্ত ছিল। ওই সিদ্ধান্ত এখন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানালো দলটি।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক। ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসানের সঞ্চালনয়ায় বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর, অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, নায়েবে আমীরহাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জাল হোসাইন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সম্পাদক- অধ্যাপক আবু সালমান, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, সহ- প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক- প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তরের সভাপতি অধ্যাপক ডা. আরএইচ রিফাত দক্ষিণের সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, উত্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে বিএনপি জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ১৪ জুলাই বিএনপি জোট ছেড়ে দেয় জমিয়তে উলামায়ে ইসলাম। ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে ‘চারদলীয় জোট’ গঠন করেছিল বিএনপি। পরে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বেরিয়ে গেলে যুক্ত হয় নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

পরবর্তীতে ২০১২ সালের ১৮ এপ্রিল নতুন ১২টি দলের সংযুক্তির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোট কলেবরে বেড়ে দাঁড়ায় ১৮ দলীয় জোটে। এরপর জোটের পরিধি দাঁড়ায় ২০ দলে। তবে সময়ের ব্যবধানে ২০ দলীয় জোট থেকে এখন জোট ছাড়ছে অনেকেই।

খেলাফত মজলিসও সেই জোট ছাড়ছে কিনা তা জানতে আওয়ার ইসলাম পাঠককে অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল ৪টায় দলটির সংবাদ সম্মেলন পর্যন্ত।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ