বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বিশুদ্ধ আকিদা সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ কিছু বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি শামছুদ্দোহা।।

বিশুদ্ধ আকীদা বিশ্বাস লালন গুরুত্বপূর্ণ জিনিস। আকীদাগত বিভ্রান্তির কারণে অনেক সময় সিরাতে মুস্তাকীম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশুদ্ধ আকীদা জানার জন্য চাই সঠিক কিতাবের সন্ধান। তাই নিচে সাধারণদের জন্য কিছু আকিদার বইয়ের তালীকা তুলে ধরা হল-

১| সহজ আকিদাতুত তাহাবী, (আল-কাউসার প্রকাশনী) ২| আল ফিকহুল আকবার মুস্তাফিজুর রহমান অনূদিত, ইসলামি ফাউন্ডেশন প্রকাশিত। ৩| ঈমান ও আকীদা, আশরাফ আলী থানভী রহ:। ৪| তালীমুদ্দীন (প্রথম খন্ড), আশরাফ আলী থানভী রহ:। ৫| ফুরউল ঈমান, আশরাফ আলী থানভী রহ: (মাকতাবাতুল আশরাফ প্রকাশিত)

৬| তাকবিয়াতুল ঈমান, ইসমাঈল শহীদ রহ:। ৭| ইসলাম কি ও কেন? মনজুর নোমানী রহ:। ৮| দীন ও শরিয়ত, মনজুর নোমানী। ৯| কালিমা ও নামাজের হাকিকত, মনজুর নোমানী। ১০| কুরআন আপনাকে কি বলে? মনজুর নোমানী। ১১| ইসলামি আকিদা-বিশ্বাস, মুফতি তকী উসমানী হাফিজাহুল্লাহ। (এটা "ইসলাম ও আমাদের জীবন গ্রন্থের ১ম খন্ড)

১২| তালিমুল ইসলাম, মুফতি কেফায়েতুল্লাহ রহ। (১-৪ প্রত্যেক খন্ডের শুরুতে আকিদার আলোচনা সমূহ) ১৩| বেহেশতী জেওর (শুরুতে পঞ্চাশ টি আকিদা) ১৪| মালাবুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপথী রহ। (ঈমান-কুফুরের আলোচনা অংশ)

১৫| ঈমান সবার আগে, মাও: আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। ১৬| তাকদীর কী? আশরাফ আলী থানভী রহ:। ১৭| আল-জাওয়াহিরুল কালামিয়া, তাহের জাযায়িরী। ( ইংরেজি হয়েছে, নেটে পাওয়া যায়। তবে বাংলা হয়েছে কি না জানা নেই) ১৮| ইসলামি আকিদা, ইদরীস কান্ধলবী রহ। (কালান্তর)

১৯| আকাঈদু আহলিস সুন্নাহ, মুফতি তাহির মাসউদ হাফিজাহুল্লাহ (উর্দূ)। ২০| আহকামে তাওহীদ ও রেসালাত, মুফতী আবদুস সালাম চাটগামী রহ: (মাকতাবাতুল ইত্তিহাদ)

২১) “আল আকিদাতুল হাসানাহ ” শাহ ওয়ালিউল্লাহ রহ. প্রত্যায় প্রকাশন ২২) মাওলানা আবু তাহির মিছবাহ দা বা এর লিখিত ও সম্পাদিত কিতাব সমুহ। যেমন-ইসলামকে জানতে হলে এবং শিশু আকিদা সিরিজ, এবং আমার ঈমান

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ