শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘শৈশবের মক্তব’ বিষয়ে নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: ‘শৈশবের মক্তব’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশন। গত ২৫শে আগস্ট বুধবার রাত ১২:০০ হতে আগামী ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১:৫৯ পর্যন্ত ‘শৈশবের মক্তব’ বিষয়ে রচনা লিখে পোস্ট করতে হবে নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশন এর সহযোগিতায় পরিচালিত ফেসবুক গ্রুপ ‘বই ভাবনা’-এ।

রচনা প্রতিযোগিতার আয়োজক হুজ্জাতুল্লাহ বিন মাকবুল বলেন, ‘প্রতিযোগিতাটির মূখ্য উদ্দেশ্য দাওয়াহ। কোন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী না হলে মনোকষ্ট পাবেন না’।

প্রতিযোগিতার জন্য ‘শৈশবের মক্তব’ বিষয়টি নির্বাচনের বিষয়ে হুজ্জাতুল্লাহ বিন মাকবুল বলেন, ‘আমাদের শৈশবের বড় একটা অংশ জুড়ে আছে মক্তব। ভোর হতে না হতেই আম্মা সোনা-মানিক ডেকে জাগিয়ে তোলেন। হাতে কায়দা-আমপারা, মাথায় কোনরকম একটা টুপি চাপিয়ে দিয়ে ছোট্ট একটা চুমু এঁকে দেন। তারপর ছোট ছোট পায়ে মসজিদ পানে এগিয়ে চলা। কি স্কুল, কি মাদ্রাসা, মক্তবের চৌকাঠ কিন্তু সবাইকেই মাড়াতে হয়েছে। জীবনের গতি বিভিন্ন দিকে প্রবাহিত হলেও আমাদের প্রথম পাঠ কিন্তু আলিফ-বা-তা-ছা।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে বন্ধ। ছুটি আসে অবসাদ দূর করার জন্য, কিন্তু এই সুদীর্ঘ ছুটি যেন অবসাদ বাড়িয়েই দিচ্ছে। এই অবসাদ দূর করে প্রফুল্লতা বয়ে আনতেই ফেসবুক পাবলিক গ্রুপ ‘বই ভাবনা’ এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে।’

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘শৈশবের মক্তব।’ প্রতিযোগিতায় ৩জন বিজয়ী করা হবে।

প্রথম পুরস্কার
🏆৮০০/ ৮০০ টাকা সমমূল্যের বই
দ্বিতীয় পুরস্কার
🏆৬০০/ ৬০০ টাকা সমমূল্যের বই
তৃতীয় পুরস্কার
🏆৪০০/৪০০ টাকা সমমূল্যের বই
(ফ্রী ডেলিভারি)

✨ নিয়মাবলী ✨
যারা প্রতিযোগিতায় অংশ নিবেন , তারা অবশ্যই নিম্নোক্ত নিয়ম মেনেই অংশগ্রহণ করবেন।
১. পোস্টের ক্যাপশনে
#বই_ভাবনা_শৈশবে_মক্তবে_প্রতিযোগিতা_ও #নাদিয়াতুল_কোরআন_ফাউন্ডেশন
হ্যাশট্যাগদুটি যুক্ত করতে হবে। হ্যাশট্যাগ দু'টি ব্যতীত কোন লেখা কনটেস্টের জন্য গ্রহণযোগ্য হবে না।
২. লেখা সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ৩০০/৩৫০ শব্দের মধ্যে হতে হবে।
৩. সম্পূর্ন লেখা নিজের এবং পূর্বে অপ্রকাশিত, এমন হতে হবে।
৪. একজন প্রতিযোগী ১টি লেখা জমা দিতে পারবেন।
৬. এই পোস্টের কমেন্ট সেকশনে কৃত সকল পোস্টের লিংক কমেন্ট করতে হবে।
৭. নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের পেজকে পোস্টের ক্যাপশনে মেনশন করতে হবে।
৮. প্রতিযোগিতার পোস্টে অবশ্যই সর্বনিম্ন ৭ জন ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করতে হবে।
৯. অন্য কারো লেখা হুবহু নকল করা যাবে না। এমন কোন লেখা পেলে তা বাতিল বলে গণ্য হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর