শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বিশ্বমুসলিমদের এক হওয়ার সময় এসেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

ঝগড়া-বিবাদ ও সকল মতানৈক্য ভুলে বিশ্বমুসলিমকে এক হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান৷ পরস্পরের মাঝে ঐক্যে, সংহতি ও সম্প্রীতি তৈরি করে একতাবদ্ধ হয়ে জুলুম প্রতিরোধ করে বিশ্বের বুকে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার প্রতি জোর দিয়েছেন৷ সংবাদ আলজাজিরার৷

আজ(বুধবার ২৫ আগষ্ট) তুরস্কের ইসলামী যুবকল্যাণ সংগঠনের চতুর্থ সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি মুসলিমদের নিজেদের মধ্যে দ্বন্দ- কলহ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের বুকে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত৷ বিশেষকরে পশ্চিমা বিশ্বে৷ সেখানে ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলামোফোবিয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আমাদের ঐক্যবদ্ধ হয়ে জুলুম রুখে পুরো মানবজাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য কাজ করতে হবে৷।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ব মানব ইতিহাসের সবচেয়ে খারাপ সময়র অতিক্রম করছে। সাম্রাজ্যবাদী দেশগুলোর দাঙ্গা -হাঙ্গামা, যুদ্ধ ও সংঘাতে বিশ্বে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে৷ মুসলিম দেশে তারা আগুন লাগিয়ে দিয়েছে৷ যেসব দেশে মুসলিমরা সংঘাত, জুলুম, দেশান্তর ও দারিদ্র্যতার শিকার হচ্ছে, দুরারোগ্য রোগ ও মহামারিতে ভুগছে, ইসলাম বিদ্বেষীদের ইসলামের প্রতি ক্রমবর্ধমান বৈরিতা ও দমন পীড়নের শিকার হচ্ছে, সেসব দেশে এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে আরও বেশি করে আওয়াজ তুলতে হবে৷

তিনি আরও বলেন, বিশ্বে জুড়ে বিশেষকরে পশ্চিমা বিশ্বে নিরাপত্তা সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, বর্ণবাদ প্রকট আকার আকার ধারণ করেছে৷ বিশেষকরে মুসলিমদের বিরুদ্ধে৷ পশ্চিমা বিশ্বে এমন কোনো দিন যায়না যে, মুসলিমদের উপর জুলুমের খবর শুনতে হয়না৷ প্রতিদিনই শুনতে পাই মুসলিম নারীদের হয়রানি করা হচ্ছে, কিংবা হিজাব, বোরকা পরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে৷ বিভিন্ন অযুহাত দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে৷ বাকস্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত হানা হচ্ছে৷ আমাদের নবীকে অপমান করা হচ্ছে৷ অথচ তারা নিরপেক্ষ গণতন্ত্র দেশ বলে দাবি করে৷

তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও মজবুত করার প্রতি জোর দিয়ে বলেন, আমাদের পরস্পরের মাঝে সকল দ্বন্দ, সংঘাত ও বৈষম্য ভুলে ঐক্য ও সম্প্রীতির এক ফ্লাটফর্মে আসতে হবে৷ দ্বন্দের পরিবর্তে ঐক্যকে মজবুত করা, এবং বৈরিতার পরিবর্তে ভালোবাসা, বিলাতে হবে৷ ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে৷ আমাদের যুবসমাজকে শিক্ষা-সংস্কৃতি, উন্নয়নমূলক কাজ ও শরীরচর্চায় আরো তৎপর হবে৷

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গত জুনে বলেছিলেন যে, পশ্চিমাবিশ্বে "বর্ণবাদ ভাইরাস" করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ংকর ও বিপজ্জনক৷ পশ্চিমা দেশগুলোকে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ গত পাঁচ বছরে বহুগুন বৃদ্ধি পেয়েছে৷ সূত্র: আলজাজিরা৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ