বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আসবে সুখের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন আজহার।।

রোগ শোক ও দুঃখ দারিদ্র্যের এ সঙ্কটময় জীবনে
বেঁচে থাকার আশায়-
প্রত্যাশিত একটি সুখের দিনের
অপেক্ষার দীর্ঘ মেয়াদ
কখনোই উত্তীর্ণ হবার নয়।

এভাবেই হয়তো-
প্রত্যাশিত একটি দিনের অপেক্ষা করতে হবে
অনন্তকাল।
দিনের পর রাতও কেটে যাবে
যুগের পর যুগ যাবে
কালের পর কাল ফুরাবে
অবশেষে
বেলা ফুরাবার আগে
মহাকালের চাকা ঘুরিয়ে
আসবে প্রত্যাশিত একটি সুখের দিন।

সেই প্রত্যাশিত দিনটির জন্য-
কত কাল কতশত মহাকাল অপেক্ষা করতে হবে
থেমে যেতে হবে-
আশাদীপ্ত জীবনের বাঁকে বাঁকে
নিস্তব্ধ কবরের পাড়ে দাঁড়িয়ে
বাতাসের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা
পঁচে যাওয়া লাশের দুর্গন্ধে
দম আটকে মরে গিয়েও
অবধারিত মৃত্যুর অপেক্ষা করে
ফিরে যেতে হবে পুনরায়
পাপে ভরা জরাজীর্ণ পুরোনো সেই জীবনে-
তা কেবল কর্তাই ভালো জানেন।

হয়তো সেইদিন আসার আগেই
মৃত্যুর শামিয়ানা টানানো হবে-
বাড়ির পেছনের সেই খড়ায় মরে যাওয়া ধানক্ষেতে।
যেখানে-
ধানের সবুজ শীষ দেখে দেখে
জনম জনম ধরে স্বপ্ন দেখেছি-
খড়ায় মরে যাওয়া বিয়াবান তুল্য
এই উপত্যকার আকাশেও একদিন মেঘ জমবে।
এক পশলা বৃষ্টির পানিতে
এই ধূ ধূ সাহারাও
একদিন প্রাণ ফিরে পাবে।
আর তখন-
মনের সব দুঃখ ঘোচে যাবে
সব জ্বালা মিটে যাবে।
এক পশলা বৃষ্টির পানিতে
পঙ্কিলতার সব কলঙ্ক ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

জীবনের বাতি নিভে যাক
আলো আঁধারে মিশে যাক
রাতের অমানিশা
সূর্যের রশ্মি ভেদ করে পৃথিবীকে ঘিরে ফেলুক
তবুও আসুক-
প্রত্যাশিত সেই সুখের দিন।
যেদিন কোন দুঃখ থাকবে না।
পাপের কোন কলঙ্ক থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ