শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দুই দিনে ঢাকা ছেড়েছে প্রায় ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়ে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেন। এতে জানানো হয়, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন এবং ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এই দুই দিনে গ্রামীণ ফোনের সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবির তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন ও টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ