বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ভুল স্বীকার না করা শয়তানী রোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের।। হারদুঈ হযরত মাওলানা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ভুলত্রুটি স্বীকার না করা, এটি নিজের কমির আলামত৷ বর্তমানে এই রোগ ব্যাপক মহামারি আঁকার ধারন করেছে, যখন কারো থেকে ভুল হয়ে যায়, তখন সে নিজের ভুলের কথা জেনেবুঝেও নিজরায় সহীহ আছে সেকথা ভুল বুঝানোর জন্যে এদিকসেদিক থেকে খোঁড়া যুক্তি ও বিশ্লেষণ করতে থাকে৷ নিজের ভুল স্বীকার করাটা হীনতা মনে করে৷ এটি মূলত শয়তানী রোগ৷ যখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন,

مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ আমি সেজদা করার আদেশ দেয়ার পর, কোন জিনিস তোকে সেজদা করতে বিরত রাখলো৷

তুই এই হুকুম কেনো পালন করলি না? শয়তান সে নিজের ভুল স্বীকার করেনি৷ বলেনি, আমার থেকে ভুল হয়ে গেছে৷ আমাকে মাফ করে দিন৷ বরং সে উল্টা তার ভুলের পক্ষে সঠিকতার যুক্তি আর বিশ্লেষণ করা শুরু করে দিলো, أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَ خَلَقْتَهُ مِنْ طِيْنٍ

আমি তার থেকে উত্তম৷ আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন৷ সে যুক্তি দিলো- আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন৷ আর তাঁকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন৷

আর এ কথা তো সুস্পষ্ট যে, মাটির থেকে আগুন শ্রেষ্ঠ৷ সুতরাং এই হিসেবে আমি তাঁর থেকে উত্তম৷ তো, বুঝা গেলো, ভুল স্বীকার না করা৷ নিজের ভুলের বিশ্লেষণ করা এটি শয়তানী রোগ৷ বড়ো বিপদজনক রোগ এটি৷ অবশেষে শয়তানের পরিনাম যা হয়েছে, তা তো সকলেরই জানা৷

হযরত বলেন, অন্যদিকে হযরত আদম আলাইহি ওয়া সাল্লামের ভুলের বিষয়টি৷ তিনি তখন কেমন কাজ করেছেন৷ সাথে সাথেই নিজের ভুলত্রুটি স্বীকার করে ফেললেন৷ ভুলের কোন প্রকার বিশ্লেষণ করেননি৷ বরং অকপটে বলে ফেললেন,
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَ إِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَ تَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

হে আমাদের রাব্ব! আমরা নিজেদের উপর জুলুম করেছি৷ এখন যদি আপনি আমাদেরকে মাফ না করুন৷ আমাদের উপর দয়া না করুন৷ তাহলে অবশ্যই আমরা বড়ো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো৷

হযরত আদম আলাইহি ওয়া সাল্লামের ভুল স্বীকার করার বেলায় এই বৈশিষ্ট ছিলো৷ ভুলের উপর লজ্জিত হওয়ার ক্ষেত্রে এই আদর্শ ছিলো৷

হযরত বলেন, মূলকথা হলো- যখন কোন ধরনের ভুলত্রুটি হয়ে যায়, তখন সাথে সাথেই সেই ভুলটা বুঝে, লজ্জিত হওয়া চায়৷ এবং এই ভুলের সংশোধনের চিন্তাফিকির করা জরুরী৷ তাহলে ইনশা আল্লাহু তাআলা, এই কাজের উপকার নিজেই বুঝতে পারবে৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ