fbpx
           
       
           
       
মসজিদ থেকে বের হতেই নওমুসলিমকে গুলি করে হত্যা
জুন ১৯, ২০২১ ১০:২৯ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তুলাছড়িতে এশার নামাজ পড়ে বের হয়ে বাড়ি ফেরার পথে মো. ওমর ফারুক (৬০) নামে এক নওমুসলিমকে ব্যক্তিকে গুলি করে হত্যার করেছে দুর্বৃত্তরা। তাকে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শুক্রবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। তিনি ত্রিপুরা থেকে সম্প্রতি মুসলমান হন।

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।

এনটি

সর্বশেষ সব সংবাদ