শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাবনায় উদ্বোধনের আগেই সড়কে ধস, ট্রাক উল্টে আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার সাঁথিয়ায় উপজেলার বনগ্রামে আত্রাই নদীর উপরে ২০২০-২১ অর্থ বছরে ২কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে।

সোমবার এই সড়কে একটি মালবাহী ট্রাক উল্টে বসতবাড়িতে ঢুকে পড়লে শিশুসহ দুই নারী আহত হয়।

সূত্র জানায়, বানগ্রামের হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাই নদীর উপর চলতি অর্থ বছরে ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌলশ অধিদপ্তর (এলজিইডি)। সোমবার ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে একটি ট্রাক(নম্বর পাবনা-ট-১১-০৭১১) উল্টে বসতবাড়িতে গিয়ে পড়ে। এতে বাড়ির মালিক রমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির চৌচালা টিনের দুটি ঘর দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। ঘরে থাকা অসুস্থ মাজেদা খাতুন (৬০), ফেরদৌসী খাতুন (৩৭) ও ফাহিম হোসেন (৮) আহত হয়।

এ ঘটনায় স্থানীয় কাজের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কাজের প্রথম থেকেই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কের পুতে রাখা পিলার ধসে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ