বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


তরুণ আলেম ও যুবকদের কর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘ইসলামিক আইটেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও ধর্মপ্রাণ মানুষের সুবিন্যস্ত পরিসরে এফিলিয়েট পদ্ধতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করারও উদ্যোগ গ্রহণ করেছে ‘ইসলামিক আইটেম

এ সম্পর্কে কোম্পানিটির চেয়ারম্যান শাহাদত হোসাইন বলেন, আপনার এফিলিয়েট লিংক শেয়ার করার মাধ্যমে আপনি অর্থ আয় করতে পারবেন। আপনার শেয়ার করা লিংক ব্যবহার করে কেউ islamicitem.com থেকে কোনো পন্য ( প্রোডাক্ট ) কিনলে আপনি ১০% হিসাবে কমিশন পাবেন। অথ্যাৎ প্রতি ১০০ টাকার প্রোডাক্ট বিক্রিতে আপনি পাবেন ১০ টাকা। ৫০০ টকায় ১০*৫ = ৫০ টাকা। ৫০০০ টকায় ১০*৫ = ৫০০ টাকা।

কীভাবে মানুষ এতে কাজ করবে সে সম্পর্কে তিনি বলেন,  ১. www.islamicitem.com এ একটি একাউন্ট করুন ও লগিন করুন। ২. মেনু থেকে Affiliate এ ক্লিক করুন। ৩. এখানে আপনার রেফারেল লিংক পাবেন এটি শেয়ার করে আয় করুন। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.islamicitem.com কল করুন 0188088459 অথবা ক্লিক করুন এখানে

কেন এ অভিনব কর্মস্থানের উদ্যোগ গ্রহণ করেছেন? এমন প্রশ্ন করলে ‘ইসলামি আইটেম’র চেয়ারম্যান শাহাদাত হোসাইন বলেন, বর্তমান এই করোনা পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষক, ওলামা, তলাবাদের আর্থিক অবস্থার আমাকে ভাবিয়ে তোলেছে। এই জনগোষ্ঠিকে কিভাবে আর্থিকভাবে উত্তম উপায়ে লাভবান করা যায় সে বিষয়টিকে মাথাই রেখেই আমার এই উদ্যোগ। এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে যদি বলতে হয় তাহলে সংক্ষেপে বলা যায়-
১। বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম এবং দ্বীনদার ভাইদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
২। ইসলামিক পণ্যের ব্যবহার হাতের নাগালের মধ্যে নিয়ে আসা বা সহজলভ্য করা।
৩। অর্থনৈতিক ভাবে এই জনগোষ্ঠিকে সাবলম্বী করে গড়ে তোলা।
৫। কোন পুঁজি খাটানো ছাড়া হালালভাবে আয় করার আজীবন সুযোগের ব্যবস্থা করা।

তিনি বলেন, আমি একটি প্লাটফর্ম তৈরি করতে যাচ্ছি যার মাধ্যমে ওলামা, তলাবা ও দ্বীনদারদের জন্য বিনা পুঁজিতে সম্পূর্ণ হালাল এবং সম্মানজনক রিজিকের নতুন একটি সুযোগের পথ তৈরি হবে। নিম্নে কিছু কারণ উল্লেখ করা হল:
১। ব্যবসা করা সুন্নত। এই সুন্নতকে সবার মধ্যে বিশেষ করে দ্বীনদারদের ও ওলামাদের মধ্যে প্রসার করা।
২। বিলুপ্ত প্রায় কিছু সুন্নতি উপকরণকে সহজলভ্য করা এবং এর প্রসার করা।
৩। সমাজে ওলামা ও দ্বীনদারদের অর্থনৈতিক অবস্থানকে মজবুত করা এবং সম্মানজনক স্থানকে অটুট রাখা।
৪। খুব সহজে সামান্য সময় দিয়ে নিজের অবস্থানে থেকে পুঁজি ছাড়া যে ব্যবসা করা যায়, তার একটি নমুনা দেখানো। যাতে করে অবসর সময়টুকু কাজে লাগিয়ে পরিবার সমাজ ও দেশের জন্য কিছু করা যায়।
হাদিসের সারমর্ম: উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ট।

May be an image of text that says 'ISLAMIC TTEM ISLAMIC ITEM আপনি কি সর্বোচ্চ কোয়ালিটির খেজুর খুজতেছেন? তাহলে অর্ডার করতে ভিজিট করুন: www.islamicitem.com'
৫। ছাত্রদের নিজ পড়াশুনার পাশাপাশি হালাল আয়ের সুযোগ তৈরি করা, যাতে ছাত্র অবস্থায়ই পিতামাতাকে সাহায্য করা যায়।
হাদিসের সারমর্ম: পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব সন্তান বহণ করবে; যাতে করে পিতামাতা সন্তানের ওপর সন্তুষ্ট থাকে। কারণ তাদের সন্তুষ্টি আল্লাহ তায়ালার সন্তুষ্টির কারণ।
৫। উচ্চ বিত্ত হতে নিম্নবিত্ত পর্যন্ত ইসলামিক আইটেমেকে পরিচিত করানো এবং ইসলামিক ভাবধারায় সমাজ বিনির্মানে পরিবার সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সু-নাগরিক হওয়ার জন্য অর্থনৈতিক এবং নৈতিক অবস্থানকে সুদৃঢ় করা।
হাদিসের সারমর্ম: অধিক দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়।

চলছে বৈশ্বিক মহামারী করোনা এ পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে মানুষের ঘরে ঘরে ইসলামী সব পণ্য পৌঁছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন ‘ইসলামিক আইটেম’। প্রতিষ্ঠানটি শত ভাগ আস্থার সঙ্গে ধর্মপ্রাণ মানুষের কাছে তাদের সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। ঘরে বসে ইসলামিক আইটেমের বাহারী পণ্য পেতে এখনই ভিজিট করুন www.islamicitem.com অথবা কল করুন 0188088459

তাদের সংগ্রহে রয়েছে সুন্নতি পোশাক-আশাকের সমাহার আয়োজন। যেমন, বাহারি টুপি, হাজী রুমাল, মেয়েদের জন্য বিভিন্ন আইটেমের খিমার, দৃষ্টিনন্দন জায়নামাজ, ভালোবাসার স্মৃতিচিহ্ন সুগন্ধি আতর, আন্তর্জাতিক মানসম্পন্ন খেজুর। তাদের খেজুরের আইটেমের মধ্যে রয়েছে আজওয়া, মাসরুক মারিয়াম, সাফায়ি ও সুক্কারিয়া। এছাড়া ইসলামিক আইটেমের রয়েছে স্বাস্থ্যসম্মত অর্জুন পাউডার, আমলকি পাউডার, আদা পাউডার, আছে বিখ্যাত অশ্বগন্ধা পাউডার; যা আপনার শরীরকে রাখবে চাঙ্গা এবং সুস্থ।

-কেএল

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ