শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে জুলাই থেকে অনলাইনে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি আগামী জুন মাসের মধ্যে উন্নতি না হলে জুলাই মাস থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

ঢাবির উপ-উপাচার্য বলেন, আগামী জুন মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী পহেলা জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ লক্ষ্যে সব অনুষদের ডিনদের দুই সপ্তাহের মধ্যে অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের জন্য বলা হয়েছে।

ডিনস কমিটির এই সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলেও জানান ড. মাকসুদ কামাল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ