শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কাবা শরীফে প্রথম বারের মতো দায়িত্ব পালন শুরু করলো নারী নিরাপত্তাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে প্রথম বারের মতো নারী নিরাপত্তাকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। তারা কাবা শরীফে দায়িত্ব পালন শুরু করছেন। সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মসজিদুল হারামে দায়িত্ব পালন করা নারী নিরাপত্তাকর্মীদের ছবি শেয়ার করে। এটি সৌদি আরবের ব্যতিক্রমী এক ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তাকর্মীদের পোশাকে ওমরাহযাত্রীদের সেবায় দায়িত্ব পালন করতে দেখা যায়। টুইটারে ছবির ক্যাপশনে ‘মাঠপর্যায় থেকে হজ ও ওমরাহর নিরাপত্তা’য় লেখা দেখা যায়।

নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি সৌদি তাঁর আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের নিয়োগ শুরু করে। কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এটি ছিল যুবরাজ মুহাম্মদ বিন সালমান কর্তৃক গৃহীত পদক্ষেপের অন্যতম।

সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি নারীরা বিভিন্ন পেশায় নানাধরনের ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে, যা ইতিপূর্বে কেবল পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। সূত্র : খালিজ টাইমস 

পাঠকদের জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের টুইটটি দিয়ে দেয়া হলো।

এমডব্লিউ/

 

https://twitter.com/AlArabiya_KSA/status/1384656717166821377


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ