শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাঁচ মিনিটে কাবাঘরের প্রাঙ্গণ ধুয়ে রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসরে দ্বিতীয় দিনে কাবাঘরের মূল প্রাঙ্গণ মাত্র ৫ মিনিটে ধৌত করা হয়েছে। এসময় ৪ হাজার খাদের এই প্রাঙ্গণ ধুয়ে জীবাণুমুক্ত করেছেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববি সা. এর আওতাধীন পরিশোধন ইউনিট পবিত্র কাবাঘরের মূল প্রাঙ্গণ মাত্র ৫ মিনিটের মধ্যে ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রাঙ্গণটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে। এতো অল্প সময়ে এই বৃহৎ প্রাঙ্গণ পরিষ্কার করে নতুন রেকর্ড সৃষ্টি করা হয়েছে।

মসজিদুল হারামের পরিশোধন ইউনিটের পরিচালক জাবের ওয়াদানী জানান, ওয়াশিং ও ক্লিনিং অপারেশনের সময় ২৯১ টন আবর্জনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেনে, এই ওয়াশিং ও ক্লিনিং অপারেশন চার হাজার শ্রমিক নিয়োজিত ছিলেন এবং এ ছাড়াও এই অভিযানে ১,৫০০ টি বড় আবর্জনাবাহি ট্রাক এবং ১,৫০০ ছোট আবর্জনাবাহি বিন ব্যবহার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ