শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তৃতীয় ‘‌বুস্টার’ ডোজ নেওয়া জরুরি: ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিতে হতে পারে তৃতীয় ডোজও। শুধু তাই নয়, প্রত্যেক বছরেও একটি করে ডোজ নিতে হতে পারে বলে জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার। খবর সিএনবিসি’র।

গতকাল বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে ফাইজার কর্ণধার অ্যালবার্ট বুরলা বলেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে দ্বিতীয় ডোজ নেয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ নেয়াও জরুরি হয়ে পড়ছে। তাছাড়াও পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বছর বছরেও একটি করে ডোজ নিতে হতে পারে। কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে আমাদের আরো নিশ্চিত হতে হবে।

করোনা প্রতিষেধক শরীরে কতদিন রোধ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারে, তা নিয়ে এখনো পর্যন্ত বিশদে কোনো গবেষণা সামনে আসেনি। সম্প্রতি ফাইজার জানিয়েছে, তাদের টিকা ৯১ শতাংশ কার্যকরী। যারা গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে ৯৫% কাজ করবে ওই টিকা এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ৬ মাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখবে তা, জানাচ্ছে ওষুধ প্রস্তুতকারক এই সংস্থা। যদিও সেই সংক্রান্ত কোনো রিপোর্ট এখনো সামনে আসেনি বলে জানা গেছে।

এদিকে মার্কিন মহামারী নিয়ন্ত্রণ সংক্রান্ত দলের প্রধান ডেভিড কেসলার বলেন, করোনা ভাইরাসকে ঠেকাতে গেলে প্রত্যেক মার্কিনিকে ‘‌বুস্টার’ ডোজ দেয়া জরুরি। ‌

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ