শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কোরআনের ২৬ আয়াত বাদ দেয়ার ‘রিট’ বাতিল করল ভারতের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের একটি আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত অপসারণ চেয়ে রিট দায়ের করা হয়েছিলো। সেটি বাতিল বলে ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ বেআইনি রিট করায় তাকে জরিমানাও করা হয়েছে ৫০ হাজার রুপি।

আজ সোমবার বিচারপতি আর এফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রিট বাতিলের আদেশ দেন বলে জানা যায়।

দেশটির উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী কোরাআনের ২৬ আয়াত বাতিল করার এ রিটটি করেছিলেন।

ভারতের এনডিটিভি জানায়, এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেছেন বিচারক। একই সঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত। বলা হয়েছে, এসব অমূলক ও বেআইনি রিট করে আদালতের সময় নষ্ট করায় ৫০ হাজার রুপি জরিমানা আদায় করতে হবে তাকে।

এর আগে কোরআনের ২৬ আয়াত বাতিল করার রিট আবেদনে বলা হয়েছিলো, পবিত্র কোরআন শরীফের কিছু আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে তার মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। যা আজকাল সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। তাই আয়াতগুলো অপসারণের আবেদন জানাচ্ছি। রিট আবেদনে আয়াত নাম্বারগুলোর কথাও উল্লেখ করা হয়। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর