fbpx
           
       
           
       
শিরোনাম :
তিন কোটি টিকা কেনায় উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ
এপ্রিল ১২, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: তিন কোটি ডোজ করোনার টিকা কেনায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক অনলাইন আলোচনায় এ তথ্য জানান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, রাশিয়ার স্পুতনিক, চীনের সিনভ্যাক এবং জনসনের টিকা আনতে উন্মুক্ত দরপত্র দেয়ার আলোচনা করছে সরকার। এছাড়া কোভ্যাক্সের আওতায় ফাইজার ও মর্ডানার টিকা নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোভ্যাক্সের আওতায় পাওয়া এই টিকা শহরাঞ্চলে দেয়া হবে বলেও জানান তিনি। তবে টিকা আমদানি সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে আলোচনায় উল্লেখ করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

তিনি জানান, এখন পর্যন্ত দেশের সাড়ে তিন শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

-এটি

সর্বশেষ সব সংবাদ