বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের এড সরালো চেন্নাই সুপার কিংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘনিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আসন্ন চতুর্দশ আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসের কারণেই মদ্যপান করেন না।

তাই তিনি জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন। তার অনুরোধ রেখেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। মঈন এখন মদের লোগো ছাড়া জার্সি পরতে পারবেন।

নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে মঈন আলী কোনো মদ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না। এর আগে কোহলির দল ব্যাঙ্গালুরুর জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সব ক্ষেত্রেই মঈন এই রীতি মেনে চলেছেন। চেন্নাইর নতুন জার্সিতে SNJ 10000 এর লোগো আছে। যা চেন্নাইয়ের পানীয় প্রস্তুতকার কম্পানি 'এসএনজে'র একটি শাখা। মইনের আবেদন রেখেই চেন্নাই তার জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ