বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফরিদাবাদ মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৮ মার্চ) বিকাল ৪ টার দিকে মাদরাসায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল আমিন।

তবে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরীক্ষার ফরিদাবাদ মাদরাসা মারকাজ খোলা থাকবে কিনা? এমন প্রশ্ন করলে মুফতি নুরুল আমিন জানান, ‘আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে পরামর্শ করার সুযোগ পায়নি। তবে তাকমিল পরীক্ষা চলাকালীন ফরিদাবাদ মাদরাসার মারকাজ খোলা থাকবে ইনশাআল্লাহ!

এর আগে আজ রোববার বেলা বারোটার দিকে ফরিদাবাদ মাদরাসায় হামলা করে পুলিশ। হামলায় কোন নিহতের খবর পাওয়া না গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে আজ দেশব্যাপী পালিত হয়েছে শান্তিপূর্ণ হরতাল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ