শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ঢাকায় আবাসিক ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হচ্ছে কমর উদ্দীন সরদার রহ. জামিয়াতুল ইহসান (মাদরাসা) ঢাকা এর উদ্যোগে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।’ কোর্সের মেয়াদ: ২০ দিন। আগামী ১ রমজান থেকে ২০ রমজান। প্রতিদিন সকাল ৯ টায় থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।

সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২.৩০।
স্থান: মাদরাসা প্রাঙ্গণ। ১০/২ উত্তর সায়দাবাদ, ঢাকা-১১০৩ (জনপদ মোড়, সাকুরা বাস কাউন্টার সংলগ্ন)

কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

# লেখালেখির প্রস্তুতি
# ভাষা বানান
# হাতে-কলমে প্রুফ ও সম্পাদনা
# লেখালেখির কমন ভুলত্রুটি
# গদ্যসাহিত্যস
# প্রবন্ধ-নিবন্ধ

# অনুবাদ সাহিত্য
# ছোটগল্প ও উপন্যাস
# ছড়া-কবিতা
# পাণ্ডুলিপি তৈরি

# সাংবাদিকতা রিপোর্টিং
# আবৃত্তি ও উচ্চারণ
# অনলাইন সাংবাদিকতা
# ফিচার

# সাক্ষাৎকার
# প্রেস বিজ্ঞপ্তি, প্রেস ব্রিফিং, প্রেস নোট
# ফটোগ্রাফি বা ক্যামেরার ব্যবহার

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন যারা

> মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব
> মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও লেখক
> মহিউদ্দিন আকবর, নজরুল গবেষক
> জহির উদ্দিন বাবর, বার্তা সম্পাদক, ঢাকাটাইমস
> হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
> মাসুম আব্দুল্লাহ, লেখক ও গবেষক

আরও প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল লেখিয়েরা

কোর্সের যত বৈশিষ্ট্য
* নিয়মিত অনুশীলন ও হোম ওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা হবে।
* প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট।
* কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ।
* সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা।
* নিয়মিত অতিথি প্রশিক্ষক ও প্রতিষ্ঠালব্ধ লেখকদের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় ও তাদের লেখক হয়ে ওঠার গল্প শোনার ব্যবস্থা।

কোর্স ফি: ১২০০/ টাকা। এক হাজার দুইশত টাকা মাত্র, থাকা-খাওয়া বাবদ ১৫০০/ টাকা। এক হাজার পাঁচশত টাকা মাত্র। (আসন সংখ্যা সীমিত)।

যোগাযোগ:
০১৭১১-২৭৪৯৪৬
০১৯২৪-৮৬৭৪৫০ (বিকাশ)

কোর্স পরিচালক হিসেবে থাকবেন দৈনিক ইনকিলাবের সাবেক সম্পাদনা সহকারী মুফতি হানিফ আল হাদী। কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন কমর উদ্দীন সরদার রহ. জামিয়াতুল ইহসান (মাদরাসা) ঢাকা মুহতামিম মুফতি মুস্তফা কাসেমী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর