শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ধর্ম পরে, ভারতীয় মুসলিমদের কাছে আগে দেশ: ভারতের এক ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম নয়, ভারতীয় মুসলিমদের কাছে দেশ সবার আগে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইমাম অরগানাইজেশনের (এআইইও) প্রধান ইমাম ড. ওমর আহমেদ ইলিয়াসি। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. ওমর আহমেদ ইলিয়াসি বলেন, ‘প্রথমত, আমি অবাক হই যখন কেউ প্রশ্ন করে যে আপনি ভারতীয় মুসলিম নাকি ভারতীয় খ্রিস্টান। আমার সবচেয়ে বড় আপত্তি এই প্রশ্নে। সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা ভারতীয়। ধর্ম ও বর্ণ আলাদা হতে পারে। ধর্মীয় ঐতিহ্য ও উপাসনার পদ্ধতিও আলাদা হতে পারে। তবে আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো মানবতা এবং দ্বিতীয় ধর্ম ভারত, যদি আপনি ভারতে বাস করেন।’

তিনি বলেন, ‘আমি একজন ভারতীয় এবং একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। দয়া করে আমাকে ভারতের সঙ্গে যুক্ত করুন। আমি ভারতের প্রধান ইমাম, মুসলমানদের ইমাম নই। আমার প্রথম আপত্তি হচ্ছে আমাদের ধর্মের সঙ্গে যুক্ত করবেন না। আমাদের ভারত ও ভারতীয়তার সঙ্গে যুক্ত করুন। জাতি সবার ওপরে।’

ভারতের প্রধান ইমাম বলেন, ‘আজ পুরো বিশ্ব ভ্যাকসিনের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিতে চাই, যিনি রাত-দিন পরিশ্রম করেছেন। সরকার এবং পুরো দেশবাসী ভ্যাকসিন প্রস্তুতে যেভাবে সহযোগিতা করেছে সেজন্য সব ভারতীয়র গর্ব করা উচিত।’

ভারতে মুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে দেশটির প্রধান ইমাম বলেন, ‘আমি চীনকে দেখিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ইবাদতের স্বাধীনতা চীনের মুসলমানদের নেই। তারা টুপি পরতে পারে না এবং দাড়ি রাখতে পারে না। তারা রমজানে রোজাও রাখতে পারে না। এরপরও আমাদের প্রতিবেশী দেশ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্বিত। অন্যদিকে ভারতে সব ধর্মের মানুষকে সম্মান করা হয়। আমাদের দেশের বিশেষত্ব হলো অনেক ধরনের মানুষ মিলে একতা। আমরা একে অপরের উৎসব উদযাপন করি। আমাদের একে অপরের মধ্যে স্নেহ আছে, আমরা একে অপরের ধর্মীয় স্থানে যাই। হিন্দুরা মসজিদে যায়, মুসলমানরা মন্দিরে যায়। এটা অন্য কোনো দেশে কি ঘটে? আমি এর বেশি কিছু বলতে চাই না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ