মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্সের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রথম কমপ্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স মৃত্যু বরণ করেছেন। গত ৬ মার্চ তিনি মারা যান বলে খবর দিয়েছে ডাচ গণমাধ্যম এনআরসি হ্যান্ডলসব্লট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ল্যু ওটেন্স কাজ করতেন ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে। সেখানে কর্মরত অবস্থায় ১৯৬০ এর দশকের শুরুতে ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন তিনি। আর ১৯৬৩ সালে প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। বাকিটা ইতিহাস।

অবশ্য কমপ্যাক্ট ক্যাসেটের আবিষ্কারই ওটেন্সের ক্যারিয়ারের শেষ নয়। কমপ্যাক্ট ডিস্ক (সিডি) তৈরিতেও ফিলিপস ও জাপানি প্রতিষ্ঠান সনিকে সাহায্য করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ