বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বাংলায় এবার আসল পরিবর্তন হবে: নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে।

আজ (রোববার) কোলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আসল পরিবর্তনের জন্য সবাই এসেছেন। কাউকে কাজের জন্য বাইরে যেতে হবে না। সর্বত্রই উন্নয়নে নজর দেওয়া হবে। ‘অনুপ্রবেশকারীদের’ রোখা হবে। ‘তোষণের রাজনীতি’ বন্ধ করা হবে। এখানে আসা প্রত্যেক ব্যক্তি আমাদের মা, আমার বোন, আমার কন্যা প্রত্যেকে বাংলায় আসল পরিবর্তন আনার উদ্দেশ্যে আজ এখানে এসেছেন।

আজ আমি আপনাদের আশ্বস্ত করছি যে বাংলায় যে পরিবর্তন হবে তা হলো কৃষকদের জন্য, বাংলার মা-বোনেদের জন্য, শিল্পপতিদের জন্য। আর এই পরিবর্তনের জন্য আমি ২৪ ঘন্টা নিরলস প্রয়াস করব।’

তিনি বলেন, ‘আসল পরিবর্তন মানে এমন বাংলা যেখানে মানুষকে পালাতে হবে না। আসল পরিবর্তন মানে এমন বাংলা যেখানে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়, বেশি বিনিয়োগ হবে। আসল পরিবর্তন মানে এমন বাংলা যেখানে একবিংশ শতাব্দীতে দারিদ্র্যসীমা হ্রাস পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা আপনারা জানেন। সেই গণতন্ত্রকে বিজেপি সরকার আবার শক্তিশালী করবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘এখন ‘দিদি’ (মমতা)বলছেন ‘খেলা হবে’। আমি জিজ্ঞেস করতে চাই কোন খেলাটা আপনি বাকি রেখেছেন? দুর্নীতি,সিন্ডিকেট এমনকি আমফানের ক্ষতিগ্রস্তদের টাকাও আপনি মেরেছেন। বাংলার মানুষ আজ নিপীড়িত। বাংলার মানুষ চোখের সামনে তার নিজের প্রিয়জনকে খুন হতে দেখেছে, লুঠ হতে দেখছে, চিকিৎসার অভাবে মরতে দেখছে। তাই তারা এবার বলছে আর নয় অন্যায়।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজন প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলেন ভাবাই যায় না!' এরকম কথা বলে আসলে তিনি নিজের পদের অমযার্দা করেছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ