মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


নারী দিবসে মাইন্ড বুস্টের আয়োজন ‘সম্পর্কের যত্নে নারী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। করোনা পরবর্তীকালীন বিশ্বে এই প্রথম নারী দিবস। সীমাবদ্ধতার মধ্য দিয়েই উদযাপন করছে সবাই। কমিউনিটি অর্গানাইজেশন মাইন্ড বুস্ট এই নারী দিবসে সূচনা করতে যাচ্ছে নিয়মিত ফেসবুক লাইভ ‘সম্পর্ক’।

আন্তর্জাতিক নারী দিবসে এবারের লাইভটি দেখা যাবে মাইন্ড বুস্টের অফিশিয়াল পেইজে। তরুণ ফ্যাশন ডিজাইনার ও একটিভিস্ট মুসাররাত রহীমের সঞ্চালনায় অতিথি হিসেবে থাকছেন শিক্ষিকা, দম্পতি সোসাইটির সভাপতি আরজুমান্দ আরা বকুল।

সম্পর্ক নামক এমন আয়োজন নিয়ে মাইন্ড বুস্টের সহ-প্রতিষ্ঠাতা রাশেদুল আলম মোল্লা বলেন, আমাদের এই আয়োজন এবারের সিজনে ইতিবাচক দিকগুলো নিয়েই আলোচনা করবো। প্রাথমিকভাবে তিন মাস করে একটি সিজন ডিজাইন করা হচ্ছে।

উল্লেখ্য, কর্পোরেট জগতে প্রফেশনাল ট্রেনিং এর পাশাপাশি মাইন্ড বুস্ট লিমিটেড কাজ করছে মনোবিজ্ঞান ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগে। তারুণ্যের হাত ধরে প্রতিষ্ঠিত মাইন্ড বুস্ট আগামীতে জাতীয় সেমিনার ও ওয়েবিনার আয়োজন করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মাইন্ড বুস্টের কো-ফাউন্ডার মাহবুব হাসান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ