মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


ইসমাইল রেহান রচিত 'মুসলিম উম্মাহর ইতিহাস' গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্নাঢ্য আয়োজনে সম্পন্ন হলো পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) - বইয়ের মোড়ক উন্মোচন। বইটি প্রকাশ করেছে রুচিশীল প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইত্তিহাদ।

২ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাবাজারাস্থ জুবলি স্কুলের অডিটোরিয়ামে সকাল ১১টায় মাওলানা মাহমুদ সিদ্দিকীর উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।

এতে আলোচনা করেন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মুসা আল হাফিজ, মনযুর আহমদ, জগলুল আসাদ, মামুন আবদুল্লাহ কাসেমি, কামরুল হাসান নকীব।

May be an image of one or more people, people standing and indoor

আলোচনায় মাওলানা উবায়দুর রহমান খান নদভী ইতিহাস পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, ইতিহাস আমাদের জাতিসত্ত্বার পরিচয় বহন করে। ইতিহাসের বাঁকেবাঁকে আমরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাব। শুধুমাত্র পূর্বসূরীদের অমর গর্বগাঁথা জানতেই নয়, বরং নিজেদের চেনার জন্যও ইতিহাস পাঠের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইতিহাস হলো ঢাকা শহরের মতো। অনেক গলি-ঘুপচি এই শহরে। সঠিক রাস্তা না ধরলে পথ হারানোর আশংকা থেকে যায়। সুতরাং ইসলামি ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে ইলমে নববীর আলোয় আলোকিত লেখকদের রচিত বই পড়ার বিকল্প নেই। মাওলানা ইসমাইল রেহান রচিত তারিখে উম্মতে মুসলিমা আমাদের সেই আলোয় আলোকিত করবে বলেই বিশ্বাস করি।

May be an image of one or more people, people standing and indoor

ইত্তিহাদের কর্নধার ও প্রকাশক মাওলানা মোহাম্মদ ইসহাক আলোচনা শুরু করেন মুসলিম উম্মাহর ইতিহাস গ্রন্থ প্রকাশের অভিজ্ঞতা দিয়ে। মুসলিম উম্মাহর ইতিহাস প্রকাশের পেছনে যারা শ্রম দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান রাইহান, নেসারুদ্দিন রুম্মান, মাওলানা আফফান বিন শরফুদ্দিন, মাওলানা নুরুজ্জুমান, মাওলানা মুজাহিদুল ইসলাম মাইমুন, আদি হাবিবুল্লাহ, এহসানুল হক, সারওয়ার হোসাইন, দেলোয়ার হোসাইন প্রমুখ।

May be an image of book, indoor and text that says 'মুসলিম উম্মাহর ইতিহাস মাওলানা ইসমাইল রেছান মুসলিম উম্মাহর ইতিহাস মাওলানা ইসমাইল রেহান মুসলিম উম্মাহর ইতিহাস ওলানা ইসমাইল রেহান মুসলিম উম্মাহর ইতিহাস মাওলানা ইসমাইল রেহান মুসলিম উম্মাহর ইতিহাস মাওলানা রেহান মুসলিম উম্মাহর ইতিহাস ইসমাইল রেহান'

প্রসঙ্গত, মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই দালিলিক গ্রন্থ। ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান।

মনোরম-স্নিগ্ধ ভাষায় গ্রন্থটির পাতায়-পাতায় প্রাণবন্ত হয়ে আছে মুসলিম উম্মাহর কল্লোলিত বিচিত্র সময়। অল্পদিনের ভেতর পুরো উপমহাদেশে গ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে বিভিন্ন ভাষায় শুরু হয়েছে এর অনুবাদের কাজ।

মূল বইটি ৬ খন্ডে সম্পন্ন হবে। ইতিমধ্যে বইটির ৪ খন্ড প্রকাশিত হয়েছে ( পৃষ্ঠা সংখ্যা ৩৮১৬ বড় সাইজ)।িইত্তিহাদ ৪ খন্ডের বাংলা অনুবাদ ১৫ খন্ডে সম্পন্ন করবে যার পৃষ্ঠা সংখ্যা ৬৫০০। আজকের মোড়ক উসন্মোচনে বাংলা অনুবাদিত ১৫ খন্ডের প্রথম ৬ খন্ড প্রকাশিত হলো। বাকি খন্ডগুলো মার্চে প্রকাশিত হবে। প্রকাশিত ৬ খন্ডের মুদ্রিত মূল্য ৩৪০০ টাকা রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ