fbpx
           
       
           
       
ম্যাচ চলাকালে মাঠেই নামাজ আদায় করলেন রিজওয়ান
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: ম্যাচ চলাকালে মাঠেই নামাজ আদায় করলেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়।

পাকিস্তানের ইনিংসের পানি পান বিরতি শুরু হলে সবাই পানি পান করতে যায়। অন্যদিকে ব্যাট, গ্লাভস, হেলমেট রেখে জুতা খুলে নেন রিজওয়ান। প্যাড পরেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান তিনি। এই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসেন তিনি।

-এএ