
নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী
আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানোতে বড় চ্যালেঞ্জ… ...
আওয়ার ইসলাম: ম্যাচ চলাকালে মাঠেই নামাজ আদায় করলেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়।
পাকিস্তানের ইনিংসের পানি পান বিরতি শুরু হলে সবাই পানি পান করতে যায়। অন্যদিকে ব্যাট, গ্লাভস, হেলমেট রেখে জুতা খুলে নেন রিজওয়ান। প্যাড পরেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান তিনি। এই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসেন তিনি।
Muhammad Rizwan offering Maghrib prayer during drinks break in live match!!!#PAKvsSA pic.twitter.com/jJDPU9xD1u
— Asad Malik (@asad_malik333) February 13, 2021
-এএ