শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের যথেচ্ছ ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতে করোনার মত আরও গুরুতর অতিমারির সম্মুখীন হবে মানবজাতি। এই সংকট থেকে রেহাই পেতে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্সের প্রথম আন্তর্জাতিক বৈঠকে পাঠানো ভার্চুয়াল বার্তায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে মানবজাতি একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই অতিমারীকে আরও বাড়িয়ে দিতে পারে।

বিশ্বে অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়ানো, সংশ্লিষ্ট চিকিৎসকের ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ, রাজনৈতিক স্বদিচ্ছার মত সাতটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ