বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী

বাতিলের সামনে মাথা নত করেননি আল্লামা কাসেমী রহ.: দিলুরোড মাদরাসায় বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দিন।

বক্তব্য রেখেছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। বক্তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি যেখানেই শুনেছেন দীনের কিছু হচ্ছে সেখানেই ছুটে গিয়েছেন। দীনের উপর আঘাত এসেছে তো সিংহের মতো গর্জন দিয়ে মাঠে নেমেছেন। বাতিলের মোকাবেলা করেছেন। তিনি বাতিলের সামনে কখনও মাথা নত করেননি। তিনি শুধু পড়াতেনই না বরং ছাত্র গড়তেন। ব্যাপকহারে খেদমতে খালক করতেন, যা পরিবারের সদস্যরাও জানতো না। তিনি ছিলেন একই সাথে বেফাকের সিনিয়র সহ- সভাপতি, আল-হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসাসহ অসংখ্য মাদরাসাার প্রতিষ্ঠাতা ও মুরুব্বী।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি মকবুল হুসাইন, আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর জামাতা জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার মুহতামিম মুফতি জাকির হুসাইন, সাহেবজাদা মাওলানা জাবের কাসেমি, আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমি, জামিয়া রাহমানিয়ার প্রবীন মুহাদ্দিস আল্লামা হিফজুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক প্রমুখ।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ