বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

লামায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

দ্বিতীয় ধাপে লামা পৌরসভা নির্বাচনের ভোট চলছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসছেন ভোটাররা। তবে দেশের অন্যান্য জেলায় ইভিএমে ভোট হলেও এবার লামায় তা হচ্ছে না। ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।

ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে। কেন্দ্রের বাইরেও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো।

কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে ৯নং শিলেরতুয়া কেন্দ্রে বিধি লঙ্ঘন করায় ১জনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরদিকে ৩নং ওয়ার্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ৫হাজার টাকা জরিমানা ও আরেকজনকে সাময়িক আটক করা হয়। একই সাথে কেন্দ্রের বাহিরে কাউন্সিলর প্রার্থী উটপাখি আর টেবিল ল্যাম দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। তবে আপাতত পরিবেশ শান্ত।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জহিরুল ইসলাম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়ে বলেন, ‘মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। আশা করি জনগণ আমাকে প্রত্যেক্ষ ভোট দিয়ে নির্বাচিত করবেন।

রিটার্নিং কর্মকর্তা মুহা. রেজাউল করীম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে জন্য ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স ও ২প্লাটুন বিজিবিসহ আনসার মোতায়েন রয়েছে।

লামা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, লামা পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৩ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ