শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পকে সামরিক শাসন জারির প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার এক সমর্থক সামরিক শাসন জারির প্রস্তাব করেছেন। তার ওই সমর্থকের নাম মাইকেল লিন্ডেল। তিনি যুক্তরাষ্ট্রের 'মাই পিলো‌' বলে একটি কোম্পানির প্রধান নির্বাহী।

মাইকেল লিন্ডেল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউজে যান ।

মাইকেল লিন্ডেল হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক। গত শুক্রবারও তিনি তার ফেসবুক পাতায় পোস্ট দিয়েছেন: 'সবাই বিশ্বাস রাখুন! আমরা আরও চার বছর ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট হিসেবে পাবো।'

উল্লেখ্য, আর চারদিন পরেই ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তার জায়গায় ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।

এরপরও নিজের দাবিতে ট্রাম্প। তিনি এখনো সমানে দাবি করে যাচ্ছেন যে তিনিই নির্বাচনে জিতেছেন এবং কারচুপির মাধ্যমে জো বাইডেনকে জয়ী দেখানো হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ