শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হাদিসের সবক পড়াচ্ছেন চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই মাদরাসায় হাদিস শরিফের দরস প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ (১১ জানুয়ারি) সোমবার বাদ জোহর জামিয়ার দাওরায়ে হাদিস (তাকমীল) জামাতের ছাত্রদের এ দরস প্রদান করেন তিনি। বিষয়টি চরমোনাই পীরের পিএস মাওলানা আবু বকর আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দেশব্যাপাী মাহফিলের পাশাপাশি চরমোনাই মাদরাসায় শামায়েলে তিরিমিজির দরস দেন। ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো দরসে প্রদত্ত তার আলোচনা শোনেন।

তিনি আরও জানান, জামিয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই মাদরাসায় বুখারী শরীফের কিতাবুল ওহীর দরস প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী ফয়জুল করীম। এছাড়া বুখারী প্রথম খণ্ডের দরস দেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল মান্নান আজিজী ও দ্বিতীয় খণ্ডের দরস দেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মান্নান পটুয়াখালী।

চরমোনাই মাদরাসার আলিয়া শাখায় অনেক বছর মেশকাত শরীফ পড়িয়েছেন মুফতি রেজাউল করীম। আর কওমি শাখায় শামায়েলে তিরমিজি পড়ান প্রায় ১০-১২ বছর যাবত। জানা গেছে, চরমোনাই মাদরাসার কওমি শাখায় মোট ছাত্রসংখ্যা য়েছেছে প্রায় তিন হাজার।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ