fbpx
           
       
           
       
এইচএসসি ও সমমানের অটোপাসের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে
জানুয়ারি ১০, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: এইচএসসি ও সমমানের অটোপাসের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আগামীকাল সোমবার এ সংক্রান্ত অধ্যাদেশ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। অধ্যাদেশ জারির দুই দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, মন্ত্রিসভায় পাস হলে অধ্যাদেশটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর অনুমোদনের জন্য খসড়াটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, অধ্যাদেশ জারি হওয়ার পর ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। পরের সপ্তাহে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক কায়সার আহমেদ বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ে ফল জমা দেয়ার যাবতীয় প্রস্তুতি তারা শেষ করেছেন। অধ্যাদেশ অনুমোদন হয়ে গেলে শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে তাদের। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব বলেও জানান তিনি।

-এটি

সর্বশেষ সব সংবাদ