fbpx
           
       
           
       
এবার নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি আরব
ডিসেম্বর ৩০, ২০২০ ৮:২০ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রথমবারের মতো ৫০ নারীকে বিমানবালা হিসেবে নিয়োগ দিয়েছে। নারী যাত্রীদের সেবা দিতে তাদের নিয়োগ দেওয়া হয়। খবর সৌদি গেজেটে।

সৌদি সরকার কর্তৃক গণমাধ্যমকে জানানো হয়, দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদের বিমানবন্দরে কাজে যোগ দেবে।

এর আগে সৌদি বিমান সংস্থা সম্প্রতি এক ঘোষণায় জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রসঙ্গত, সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

-কেএল

সর্বশেষ সব সংবাদ