শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আমিনী সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

বিরহের শূন্যতা আজ শুধু এখানে
হারিয়ে খোঁজে ফিরি তোমাকে এ গানে
সাহসের পথ থেকে আমরা তো নামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

আজ তুমি চলে গেছ আমাদের ছেড়ে
বিরহের ঢেউ ছোটে এই বুক ফেঁড়ে
সবাই তো এই পথ গামী আর গামীনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

কাগজে তোমার মতো বিবৃতি ছাপে না
সাহসের বয়ানে রাজপথ কাঁপে না
তোমার কথা ভাবি দিবস আর যামিনী
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

ইলম ও আমলে পার করে দামী ক্ষণ
সংগ্রামে রাজপথে কাটিয়েছ এ জীবন
এ মিশনে আছি সদা, থামব না থামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

দিকে দিকে শোনা যায় তাগুতের হুঙ্কার
ভয় নেই, তুমি ছিলে সাহসের ঝঙ্কার
তাগুতের হুঙ্কারে ঘামব না ঘামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

চেয়ে দেখো দিকে দিকে আমিনীরা জাগছে
সিংহের গর্জনে শিয়ালেরা ভাগছে
সিংহরা দীন-দেশের কল্যাণ-কামিনী
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

গীতিকার: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

-এএ


সম্পর্কিত খবর