বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বৃটেনে শেষ হচ্ছে টানা চার সপ্তাহের লকডাউন পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে বৃটেনে শেষ হচ্ছে চার সপ্তাহের লকডাউন। বড়দিনকে সামনে রেখে বৃটিশদের বড় দিন পালনের সুযোগ দিতে সময়সীমা আর বাড়াতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী বরিস জনসন।করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে গত ৫ নভেম্বর চার সপ্তাহের জন্য লকডাউন জারি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরে থাকার যে নির্দেশনা দিয়েছিলেন তিনি, আজ বুধবার চার সপ্তাহ পূরণ হচ্ছে।একই সঙ্গে লকডাউনের পাশাপাশি উঠে যাচ্ছে রাত ১০ টার কারফিউ।সেপ্টেম্বরে বিতর্কিত কারফিউ জারির পর থেকে সমালোচনার ঝড় বইছিল।সিন্ধান্ত বাতিলে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি।

২৩ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী এক টেলিভিশন ভাষণে লকডাউনের সময় বৃদ্ধি না করে আগের টিয়ার সিস্টেমে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে ভাষণে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা প্রকাশ করেন তাতে লকডাউনের আগের চেয়ে কঠোর হবে বলে আভাস পাওয়া যায়।একই সাথে সেবাখাতকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানান।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ