শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ধর্ম প্রতিমন্ত্রীকে হজ্জ এজেন্সীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে হাব (হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমদ সরদার ধর্ম প্রতিমন্ত্রীকে লিখিত অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

অভিনন্দন বার্তায় হাব নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে ও আপনার নেতৃত্বে আগামী দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও সফল ও গতিশীল হবে, হজ ও উমরা ব্যবস্থাপনা উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ হজযাত্রা নিশ্চিত করবে।

হাব নেতৃবৃন্দ আরও বলেন, হাব সদস্যগণের মাধ্যমে প্রতিবছর প্রায় শতকরা ৯৬ ভাগ হজযাত্রী ও শতভাগ উমরাযাত্রী পবিত্র হজ ও উমরা পালন করে থাকেন। বাংলাদেশের হজ ও উমরা ব্যবস্থাপনার উন্নয়নে ও হজযাত্রীদের কল্যাণে বর্তমান হাব নেতৃবৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হজ ও উমরা ব্যবস্থাপনাসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কার্যক্রমে হাব পরিবার সর্বদা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে- ইনশাআল্লাহ।

অভিনন্দন ও শুভেচ্ছাপত্র হস্তান্তরের আগে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাব নেতারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ