
এইচএসসির ‘অটোপাস’ আইনের গেজেট জারি
আওয়ার ইসলাম: পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ… ...
আওয়ার ইসলাম: আমি নাহবেমির জামাতে পড়ি। নতুন নতুন আরবি কিতাব পড়ছি। কিন্তু বিভিন্ন সময় আরবি কিতাবের এরাব দিতে গিয়ে সমস্যায় পড়ে যাই। এরাব দিয়ে কিতাব পড়ার যোগ্যতা কীভাবে অর্জন করা যায়? সে সম্পর্কেও জানতে চাই।
উত্তর: বিশুদ্ধ পঠনের যোগ্যতা অর্জনের জন্য আরবি সাহিত্যের প্রাথমিক কিতাবগুলো বারবার অধ্যয়ন করা উচিত। নাহবেমির বা এ পর্যায়ের কোনো ভালো কিতাব থেকে কাওয়ায়েদ বুঝে নিয়ে অনুশীলনের আঙ্গিকে বারবার পড়া দ্বারা এ যোগ্যতা পাকা হতে থাকবে। ইনশাআল্লাহ।
-সূত্র মাসিক আলকাউসার