fbpx
           
       
           
       
করোনামুক্ত হলেন মোহাম্মদ সালাহ
নভেম্বর ২৫, ২০২০ ৯:০১ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম: করোনামুক্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মিশর জাতীয় দলের হয়ে আফ্রিকা নেশন্স কাপের বাছাপর্বের ম্যাচ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন সালাহ।

বেশকিছু গণমাধ্যম দাবি করে ভাইয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দেয়ার পরেই করোনা আক্রান্ত হন এই ফুটবলার। এরপর আরো দু’বার টেস্ট করালেও ফলাফল পজিটিভ আসে।

তবে সোমবার উয়েফার রুটিন টেস্টের পর, মঙ্গলবার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তাকে বুধবার আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলার সম্ভাবনা আছে। দলের বেশকিছু ফুটবলার ইনজুরিতে থাকায়, অ্যান্ডফিল্ডে তাকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন অলরেড বস ইয়ুর্গেন ক্লপ।

-এএ

সর্বশেষ সব সংবাদ