শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্লাস্টিকের চায়ের কাপ আপনার যে ক্ষতি ডেকে আনছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে অনেক চা স্টলেই এখন প্লাস্টিকের কাপ ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনি জানেন কি! চা যদি কাগজ কিংবা প্লাস্টিকের কাপে পান করেন তাহলে কয়েক ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

এক গবেষণায় জানা গেছে, একদিনে তিনবার প্লাস্টিক বা কাগজের কাপে চান খান তাহলে মানব দেহের ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।প্লাস্টিক ও কাগজের কাপ বানাতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার হয়। এই ধরনের কাপে চা পান স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।
সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, প্লাস্টিক ও কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে। চা পান করলে সঙ্গে সঙ্গে কণাগুলো মানব দেহে প্রবেশ করে।

গবেষণায় আরো জানা গেছে, প্লাস্টিক ও কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে চা পান করা উচিত নয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ