শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সাইনবোর্ডে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বক্তৃতা প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির সামনে নিজেকে মেলে ধরাই হোক জীবনের অঙ্গীকার। সুপ্ত প্রতিভার বিকাশ ও জীবনের দৃপ্ত অঙ্গীকার পূরণ করতে ‘সাধনায় সিদ্ধি মিলে’ প্রতিপাদ্যকে ধারণ করে সাইনবোর্ড উম্মুল কুরা মাদরাসার ব্যবস্থাপনায় বাংলা বক্তৃতা প্রশিক্ষণ কর্মশালা। ক্লাসগুলো করাবেন মিম্বরে ইসলামের পরিচালক মুফতী তরীকুল ইসলাম মাজেদী।

যারা মেশকাত ও তাকমীল কিংবা দাখিল ও আলিম সমাপনের পরেও বয়ান-বক্তৃতা করতে ভয় পান অথবা জুমার নামাজের পূর্বে আলোচনা করার মতো হিম্মত নেই, তাদের জন্য মাদরাসা উম্মুল কুরার ব্যবস্থাপনায় মিম্বরে ইসলামের এই বিশেষ আয়োজন বা কর্মশালা।

সময়: পাঁচ দিন। ২৭ নভেম্বর শুক্রবার বিকেল থেকে ২ ডিসেম্বর বুধবার বিকেল পর্যন্ত।
স্থান: সাইনবোর্ড সাহেবপাড়া বাজার সংলগ্ন উম্মুল কুরা মাদরাসা মিলনায়তন। (পূর্ণাঙ্গ ভিআইপি আবাসন ও মনোরম পরিবেশ)
উদ্বোধনী ক্লাস: ২৭ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব।

কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে:
১. উপস্থাপনা
২. স্টেজ পরিচালনা
৩. বক্তৃতা লেখা
৪. বয়ান-বক্তৃতা
৫. কবিতা আবৃত্তি
৬. সাউন্ড সিস্টেম সম্পর্কে পূর্ণ ধারণা
৭. গলা না শুকানোর কলা-কৌশল
৮. বক্তৃতা প্রদানকালে কিছু ভুলে গেলে যা করণীয়
৯. বয়ান লম্বা করণ প্রক্রিয়া বা কৌশল
১০. ভয় দূর করার উপায় ও কৌশল
১১. বডি ল্যাঙ্গুয়েজ
১২. গুরুতপূর্ণ পয়েন্টসমূহ আয়ত্ত করণ
১৩. স্বর না ভাঙ্গার ব্যায়াম
১৪. জড়তা দূর করার ব্যায়ামসহ আরও অনেক কিছু...

কোর্স ফি: থাকা খাওয়াসহ মাত্র ১২০০/- (আসন সংখ্যা সীমিত)
যোগাযোগ: ০১৭১৪০৩০৬৫০, ০১৯৪৪৯৫০০৮৮

কোর্স পরিচালক হিসেবে থাকবেন মিম্বরে ইসলামের পরিচালক মুফতী তরীকুল ইসলাম মাজেদী এবং কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন উম্মুল কুরা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান ও নায়েবে মুহতামিম মুফতি শামসুজ্জামান।

যাতায়াত: যাত্রাবাড়ি ও চিটাগাং রোডের মাঝামাঝি সাইনবোর্ড অথবা সানারপাড় বাসস্ট্যান্ড নেমে রাস্তার দক্ষিণপার্শ্বে রিকশায় সাহেবপাড়া বাজার সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা।

-এএ


সম্পর্কিত খবর